আনিছুর রহমান : সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম হোসেন শোভন সরকারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১০ টায় প্রেসক্লাব হলরুমে প্রেসক্লাবের সভাপতি কে.এম রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়। মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু হানিফ খান, উপজেলা আওয়ামী লীগের সদস্য আরিফ মাহমুদ মিঞা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী হাসান ইলিয়াস, ব্রহ্মগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনায়েত টিটু, ইটভাটা মালিক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক রেজা, উপজেলা ছাত্র লীগের সভাপতি রবিন সরকার প্রমুখ। মতবিনিময় সভায় সাবেক ছাত্রলীগের সভাপতি, মানবাধিকার কমিশনের সভাপতি, রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি, রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম হোসেন শোভন সরকার বলেন, আমি বিগত দিন থেকে আপনাদের আশে ছিলাম, আগামীতেও আপনাদের সেবা করার লক্ষ্যে উপজেলা পরিষদ নির্বাচন করতে চাই। আপনাদের দোয়া ও ভালোবাসা এবং রায়গঞ্জ উপজেলা বাসির ভোটে নির্বাচিত হলে আমি শাসক নয়, সেবক হিসেবে আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম মোনায়েম খান। এসময় রায়গঞ্জ প্রেস ক্লাবে কর্মরত সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।