নিজস্ব প্রতিবেদক : দেশের নব নির্বাচিত ২২তম রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন চুপ্পু। গতকালর্ শনিবার, ৪ মার্চ দুপুরে গুলশানের সায়হাম টাওয়ারে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান। পাবনার কৃতি সন্তান নব নির্বাচিত রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন চুপ্পুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান। এসময় জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।
২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানান ও কুশল বিনিময় করেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি। সৌজন্য সাক্ষাতে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হোসেন আলী হাসান মহান মুক্তিযুদ্ধের সময়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর অবদান, ছাত্ররাজনীতি, যুবরাজনীতির বিষয়ে স্মৃতি চারণ করেন। এসময় রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীঘায়ু কামনা করেন।
এ প্রসঙ্গে কেএম হোসেন আলী হাসান বলেন, দেশ ও জাতির প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি অবদান রাখবেন তার মেধা ও প্রজ্ঞা দিয়ে, সেটাই আমাদের প্রত্যাশা।