নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জে সোনার মদিনা স্পিনিং মিল এর বৃষ্টির পানি অপসারণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় নবনির্মিত গ্রামীণ পাকা রাস্তাটি ভাঙনের অভিযোগ উঠেছে স্থানীয়দের। নবনির্মিত গ্রামীণ পাকা রাস্তা ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থী, বয়স্ক মানুষ ও মহিলা মানুষ সহ এলাকাবাসীর। সোমবার ( ৩ জুলাই) সকালে সরেজমিনে দেখা যায়, কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কুটিরচর পুর্বপাড়া সোনার মদিনা স্পিনিং মিল এর বৃষ্টির পানি নিষ্কাশনের নালার ব্যবস্থা না থাকায় রমজানের দোকান হতে মোস্তাফিজুর ফকিরের বাড়ি পর্যন্ত নবনির্মিত গ্রামীণ পাকা রাস্তার দিকে পানি গড়ানোর কারণে রাস্তাটি ভেঙে গেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছে মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এখন পর্যন্ত নেওয়া হয়নি কোন ব্যবস্থা। রাস্তাটি ভেঙে যাওয়ার কারনে এলাকাবাসীর যাতায়াত সমস্যা হয়েছে, এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কুটিরচর ভদ্রঘাট, মেঘায় ভদ্রঘাট ও চৈরগাঁতী ভদ্রঘাট ৩ টি গ্রামের মানুষদের। জানাগেছে, প্রতিদিন যাতায়াত করে প্রায় ৪-৫ হাজার মানুষ। যাতায়াতের বিকল্প রাস্তা না থাকায় ভাঙা রাস্তা দিয়েই চলাচল করতে হচ্ছে প্রতিদিনই, ছোট-বড় দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এর আগেও রাস্তাটি ভাঙনের ফলে স্থানীয় যুবসমাজের নিজস্ব অর্থায়নে মাটি ভরাট করেছিল। আগের মতোই এবারও একই ভাবে রাস্তা ভেঙে গেছে। দুর্ভোগ থেকে কিছুটা মুক্তি পেতে স্থানীয়রা যাতায়াতের জন্য অস্থায়ী পাইপ লাইন স্থাপন ও কিছুটা মাটি ভরাট করে চলাচল করছে।
মিলস্ কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধির কাছে এলাকাবাসীর দাবি ভবিষ্যতে রাস্তা না ভাঙে চলাচল সমস্যা না হয় সেই ব্যবস্থা গ্রহন করা হোক।
সোনার মদিনা স্পিনিং মিল এর ম্যানেজিং ডিরেক্টর মো: আল-আমিন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি এবিষটি আপনাকে পরে ফোন দিয়ে জানাচ্ছি। এরপরে ফোন ব্যাক করে নাই।
ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বর মো: ইয়াকুব বলেন, সোনার মদিনা স্পিনিং মিল এর পানি রাস্তার দিক দিয়ে গড়ানো বন্ধ করে দিতে হবে। এলাকাবাসীর যাতায়াতের সুবিধার জন্য আমি সোনার মদিনা স্পিনিং মিল কর্তৃপক্ষের সাথে কথা বলবো, তারা যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা করে।
ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক খাঁন বলেন, স্থানীয়রা আমাকে জানিয়েছেন যে সোনার মদিনা স্পিনিং মিল এর পানি গড়ানোর কারণে রাস্তাটি ভেঙে গেছে। বৃষ্টির কারনে আমি বের হতে পারি নাই। এলাকাবাসীর যাতায়াত সমস্যা হচ্ছে আমি জনপ্রতিনিধি হিসেবে যথাযথ ব্যবস্থা নিবো।