চৌহালীসিরাজগঞ্জ

রাতের আঁধারে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার সংস্কার, উঠে যাচ্ছে কার্পেটিং

সিরাজগঞ্জের চৌহালীতে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাতের আঁধারে রাস্তার সংস্কার করার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। সংস্কারের ২৪ ঘন্টা না পেরোতেই উঠে যাচ্ছে কার্পেটিং।

উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, গ্রাম সড়ক পূর্ণবাসন প্রকল্পের আওতায় ১৩ লাখ ৯৯ হাজার ১২৭ টাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান হাসনা কনস্ট্রাকশনের সঙ্গে এলজিইডি কর্তৃপক্ষের উপজেলার লেদুর মোড় থেকে জোতপাড়া বাজার পযন্ত সাড়ে ৫শ’ মিটার পাকা রাস্তা সংস্কারের চুক্তি হয়। সরজমিনে গিয়ে দেখা যায় সংস্কার কাজ সমাপ্ত হওয়ার ২৪ ঘন্টা না পেরোতেই রাস্তার কার্পেটিং উঠে যাচ্ছে।

ভ্যান চালক আব্দুল মান্নান জানান, এই রাস্তা মেরামতের আগেই অনেক ভালো ছিলো। মানুষ এবং ভ্যান চলাচল করছে তাতেই পাকা উঠে যাচ্ছে বড় গাড়ি চলাচল করলে তো এগুলো কিছুই থাকবে না। লেদুর মোড়ের মো. নজির মোল্লা ও মো. আব্দুল্লাহ জানান, অনেক রাতে শ্রমিকরা তড়িঘড়ি করে নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে রাস্তার কাজ করেছে। আমরা বাঁধা দিলে বলেন ঠিকাদার যা দিছে তা দিয়ে আমাদের কাজ করতে হবে।

এবিষয়ে কাজ তদারকি কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলী মো. নাবিল আহমেদ বলেন, আমাকে অবগত না করেই রাতে প্রায় ৬০ মিটার রাস্তার কাজ করেছে। রাস্তার কিছু অংশের কার্পেটিং উঠে যাচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে রাস্তার কাজের ত্রুটি সংশোধন করার জন্য আমরা চিঠি দিয়েছি।

ঠিকাদারি প্রতিষ্ঠান হাসনা কনস্ট্রাকশনের মালিক মো. খোকন এর সাথে যোগাযোগ করলে রাস্তার কাজ খুব ভালো করেছি বলে ফোন কেটে দেন। এবিষয়ে চৌহালী উপজেলা এলজিইডির প্রকৌশলী মো.সিরাজুল ইসলাম জানান, কাজের ত্রুটি সংশোধনের জন্য ইতিমধ্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button