রায়গঞ্জসিরাজগঞ্জ

সোনালী স্বপ্ন দেখছেন রায়গঞ্জের কৃষকেরা

রায়গঞ্জ থেকে, মো. মোকাদ্দেস হোসাইন সোহান: সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকের আমন ধানের জমিতে এই মূহরতে বিরাজ করছে সবুজের সমারহ। এই সকল জমিতে ধানের ফলন ভাল দেখে সোনালী স্বপ্ন দেখছেন উপজেলার কৃষকরা। বর্তমানে আমন ধানের শীষ উঁকি দিচ্ছে কৃষকের জমিতে। উপজেলার বেশ কয়েকজন কৃষকের সাথে কথা হলে তারা জানান, আমন ধানের জমিতে ধানের শীষ আসতে শুরু করেছে। ফলে আমন ধানের জমিতে গভীর পর্যবেক্ষন, পরিচর্যা ও পোকা দমনে কীটনাশক প্রয়োগ করছেন কৃষকেরা। উপজেলার গঙ্গারামপুর গ্রামের কৃষক মো. রফিকুল ইসলাম বলেন, প্রতি বছরের মতো এবারও আমার বেশ কিছু জমিতে আমন ধানের আবাদ করেছি। জমির দিকে তাকালে মন-প্রাণ ভরে যায়। আশা করছি ভাল ফলন পাবো।

এদিকে উপজেলার কয়েকটি এলাকা ঘুরে কৃষকদের সাথে কথা বলে জানা যায়, মাত্র দেরমাস আগে আমন ধানের চারা রোপন করেছেন কৃষকেরা। ক্রমান্নয়ে ব্যবধানে বেড়ে উঠেছে আমন ধানের চারা। আবার কোনো কোনো জমিতে ধানের শীষ আসতেও শুরু করেছে। একমাত্র বৃস্টির পানি ছাড়া কোনো সংকটে পড়তে হয়নি কৃষকদের। সময় মতো বৃস্টি না হওয়ায় শ্যালো-মেশিন ও বিদ্যুৎ চালিত মটরদিয়ে জমিতে পানি দিচ্ছেন কৃষকেরা।

এদিকে উপজেলা কৃষি কর্মকর্তাদের সঠিক সময়ে সঠিক পরামর্শ এবং সার, বীজ ও কীটনাশক সংকট না থাকায় চলতি আমন ধানের সোনালী স্বপ্ন দেখছেন উপজেলার অধিকাংশ কৃষকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button