রায়গঞ্জসিরাজগঞ্জ

রায়গঞ্জে এনডিপি’র উদ্যোগে বন্যায় আগাম সাড়াদানে ইমাম ও ভলেন্টিয়াদের কর্মশালা

এনডিপি’র বাস্তবায়নে এবং বিশ্ব খাদ্য কর্মসূচি এর সহযোগিতায় পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান প্রকল্পের উদ্যোগে বন্যায় আগাম সাড়াদানে ইমাম ও ভলান্টিয়ারদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাংগাসী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ইউপি সদস্য, ৯ ওয়ার্ডের ৯ জন ইমাম, ৯ ওয়ার্ডের ১৮ জন ভলান্টিয়ারসহ গ্রাম পুলিশ ও গন্যমান্য ব্যক্তিগণ এতে অংশগ্রহণ করে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঙ্গাসী ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম। কর্মশালা পরিচালনাসহ বিস্তারিত আলোচনা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির সহকারী ব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ। সার্বিকভাবে সহযোগিতা করেন প্রকল্পের ফিল্ড ফ্যাসিলেটর ( এফএফ) মোছা. আকলিমা খাতুন।

কর্মশালায় প্রধান অতিথি এনডিপির সকল কর্মসূচির প্রশংসা করেন। এছাড়া বিশ্ব খাদ্য কর্মসূচির সহযোগিতায় বাস্তবায়িত প্রকল্পের কার্যক্রমকে সাধুবাদ জানান এবং এই কার্যক্রমকে যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য ইউনিয়নের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা করবেন বলে বক্তব্য পেশ করেন। তাছাড়া বন্যার পূর্বে বন্যার কবল থেকে বাচার জন্য পূর্ব প্রস্তুতিগ্রহণ করা এবং নিজ নিজ এলাকায় আলোচনা করে প্রচার করার জন্য উপস্থিত সকলকে অনুরোধ করেন।

শেষে বন্যার পানি কমার সাথে সাথে বিভিন্ন রোগব্যাধি দেখা দেয়। তখন দরিদ্র পরিবার টাকার অভাবে চিকিৎসা করতে পারে না। তখন তারা মহাজনদের নিকট হতে চড়া সুদে টাকা নিয়ে চিকিৎসা করান। তাই এনডিপি ও বিশ্ব খাদ্য কর্মসূচির কর্মকর্তাদের দৃষ্টি কামনা করে বন্যা পরবর্তী সময়ে সঠিক জরিপের মাধ্যমে দরিদ্র পরিবারের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সহযোগিতা করার আহব্বান জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button