এটিএন বাংলার স্টাফ রিপোর্টার, বগুড়া প্রেসক্লাবের সদস্য ইকবাল মোর্শেদ রিপন আর নেই। গত ১১ অক্টোবর, বুধবার, সকাল সাড়ে আটটায় ঢাকার নিউরো সায়েন্স হসপিটালে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত ২৬ সেপ্টেম্বর বুধবার বগুড়ার ধনুটে পেশাগত দায়িত্ব পালন করে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। তাকে প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবনতি দেখে উন্নত চিকিৎসায় জন্য তাকে ঢাকার নিউরোসাইন্স হসপিটালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় তার মেরুদন্ডের হাড় ভেঙ্গে স্পারাইনাল কর্ড ছিড়ে যায়। রোববার ঢাকায় তার অপারেশন করা হয়।
সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল বুধবার সকালে তিনি মারা যান। তিনি ২ স্ত্রী, এক ছেলে ২ মেয়ে রেখে গেছেন। তাঁর মরদেহ প্রথমে বগুড়া প্রেসক্লাবে নিয়ে আসা হয়। সেখানে তাঁর প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে দক্ষিণ বগুড়া গোরস্থান ও ভাই পাগলা মাজারে তার দ্বিতীয় জানাজা শেষে সেখানেই তাঁকে দাফন করা হয়। শোক গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ ইকবাল মোর্শেদ রিপনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সাংবাদিক ইকবাল মোর্শেদ রিপনের মৃত্যুতে বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) এর সভাপতি আমজাদ হোসেন মিন্টু ও সাধারণ সম্পাদক জেএম রউফসহ সাংবাদিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
বগুড়ার সাংবাদিক ইকবাল মোর্শেদ রিপন এর মৃত্যুতে সিরাজগঞ্জের দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং পত্রিকার নির্বাহী সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগারের সভাপতি ইসমাইল হোসেন শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।