পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহয়তায় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি), রেইজ প্রকল্পের শিক্ষানবিশি কর্মসূচির আওতায় নিম্ন আয়ের পরিবারভুক্ত বেকার তরুণদের টেকসই কর্মে সম্পৃক্তের লক্ষ্যে মানব সক্ষমতা বিকাশের কারিগর “মাস্টার ক্রাফটসপার্সন”-দের ০২ দিনব্যাপি ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করে।
এনডিপি প্রশিক্ষণ সেন্টারে আয়োজিত এ প্রোগ্রামে সিরাজগঞ্জ সদর, কামারখন্দ, শাহজাদপুর, উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলার ১০টি ট্রেডে বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানের ২২ জন মাস্টার ক্রাফটসপার্সন অংশ নেন। উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এনডিপি’র ঋণ সহায়তা কর্মসূচীর পরিচালক মোসলেম উদ্দিন আহমেদ এবং যুব উন্নয়ন অধিদপ্তর, সিরাজগঞ্জ-এর সিনিয়র ইন্সট্রাক্টর এসএম কামরুজ্জামান।
এছাড়া উপস্থিত ছিলেন রেইজ প্রকল্প সমন্বয়কারী কৃষ্ণ দাস সাহা এবং টিমের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনী পর্বে প্রোগ্রামে অংশগ্রহণকারীদেরকে প্রশিক্ষণ ব্যাগ, ফাস্ট এইড বক্স এবং প্রকল্পের সাইনবোর্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথিগণ বলেন, “দেশে তরুণ শ্রমশক্তি বাড়লেও তাদেরকে যথাযথোভাবে কাজে লাগানো যাচ্ছে না। পর্যাপ্ত কারিগরি দক্ষতায় ঘাটতি, শ্রমবাজারের চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ধরনের অসামঞ্জস্যতা এবং বিপুলসংখ্যক শিক্ষিত তরুণ-তরুণী প্রতি বছর শ্রমবাজারে যুক্ত হলেও সে অনুপাতে সরকারি-বেসরকারি খাতে কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ সৃষ্টি না হওয়া দেশের উন্নয়ন অগ্রযাত্রার প্রধান অন্তরায়। দেশের তরুণদের অধিকাংশই অদক্ষ ও স্বল্প দক্ষ, যার ফলে তারা কাঙ্খিত মজুরি এবং শোভন কাজ হতে বঞ্চিত। তাদের জীবন দক্ষতা এবং মনো-সামাজিক কাউন্সিলিং খুবই গুরুত্বপূর্ণ”। তরুণদেরকে নিম্ন-কারিগরি প্রযুক্তি ও স্বল্প-মজুরি চক্র হতে বের করে আনা এবং সংশ্লিষ্ট খাতে কর্মসংস্থানের প্রয়াসে রেইজ প্রকল্প কাজ করছে। গুরু-শিস্য মডেলে মানব সক্ষমতা বিকাশের অন্যতম কারিগর মাস্টার ক্রাফটসপার্সনদের এ শিক্ষাণবিশি কর্ম পরিচালনায় ওরিন্টেশনের প্রেক্ষিতে তরুণদের আধুনিক প্রযুক্তি জ্ঞান ও কারিগরি দক্ষতার উন্নয়নের ফলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানব সম্পদ উন্নয়নে ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ২০২৩-২৪ অর্থবছরে এ কার্যক্রমের আওতায় ১ম ধাপে ৩৮জন মাস্টার কারিগরের অধীনে ১০০জন নিম্ন-আয়ের পরিবারভুক্ত তরুণদের থাই-এ্যালুমিনিয়াম ফিটিংস, ওয়েল্ডিং, স্টিল ফেব্রিকেশন, কার্পেন্ট্রি, ইলেকট্রিক্যাল, এসি-ফ্রিজ মেরামত, মোটরসাইকেল সার্ভিসিং, টেইলারিং, বিউটিফিকেশন, ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক্স ডিজাইন বিষয়ে ৬ মাস মেয়াদি হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে এবং প্রশিক্ষণ শেষে ভাতা প্রদান ও উপযুক্তদের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে যা সারা দেশে প্রকল্প বাস্তবায়নকারী ৭০টি সহযোগি সংস্থার মাধ্যমে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর লক্ষিত ৩৫,০০০ শিক্ষাণবিশির কারিগরি দক্ষতা অর্জনে সহায়ক হবে।