কামারখন্দসদরসিরাজগঞ্জ

এনডিপি রেইজ প্রকল্পের শিক্ষাণবিশদের জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

এনডিপি প্রতিনিধি: পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্বব্যাংকের অর্থায়নে সিরাজগঞ্জে ৫দিন ব্যাপি রেইজ প্রকল্পের শিক্ষাণবিশদের জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ১৪ জানুয়ারি রোববার ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর আয়োজনে এনডিপি’র প্রধান কার্যালয়ের হলরুমে দুটি ব্যাচে ৫০ জনের অংশগ্রহণে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

এনডিপি রেইজ প্রকল্পের সমন্বয়কারী কৃষ্ণ দাস সাহা এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন এনডিপির পরিচালক (ঋণ সহায়তা কর্মসূচি) মোসলেম উদ্দিন আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন এনডিপির ট্রেনিং ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন খান, এনডিপি টেকনিক্যালি ইন্সটিটিউট এর প্রিন্সিপাল মো. তোফাজ্জল হোসেনসহ রেইজ প্রকল্প কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, পিকেএসএফ কর্তৃক বাস্তবায়নাধীন Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পটি সারাদেশের ৭০টি সংস্থার মাধ্যামে শহর ও শহরতলি অঞ্চলে বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় তরুণ উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি ও ঋণ সহায়তা প্রদান ছাড়াও অনানুষ্ঠানিক খাতে নিযুক্ত ৯০ হাজার ছোটো উদ্যোক্তাদের সক্ষমতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে।

রেইজ প্রকল্পে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর তরুণদের অংশগ্রহণকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে সার্বিকভাবে প্রকল্পটির আওতায় দেশব্যাপী ১ লক্ষ ৭৫ হাজার ছোটো উদ্যোক্তাকে ‘লো লেভেল টেকনোলজি ট্র্যাপ’ হতে বের করে এনে টেকসই কর্মসংস্থানে সম্পৃক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। এসব পদক্ষেপের মাধ্যমে প্রকল্পভুক্ত উদ্যোক্তাদের সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাবে যা ছোটো উদ্যোগগুলোর ক্রমবিকাশে বিশেষ সহায়ক হবে এবং এদেরকে পরবর্তীতে ঋণ সহায়তা প্রদান করা হবে। প্রকল্পটির আওতায় এনডিপি গত অর্থ বছরে ২৩জন মাস্টার ক্রাফটসপার্সনের মাধ্যমে সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া জেলার ৪৫ জন  তরুণ শিক্ষানবিশদের ‘ওস্তাদ-সাগরেদ’ মডেলে প্রশিক্ষণ দিয়েছে এবং ৩০ জনকে বিভিন্ন কর্মমূখি ট্রেডে যুক্ত করতে পেরেছে। এরই ধারাবাহিকতায় চলতি অর্থবছরে ৬ মাস ব্যাপী হাতে কলমে ৩৮ জন  মাস্টার ক্রাফটসপার্সনের মাধ্যমে ১০০ জন  তরুণ শিক্ষানবিশদের উক্ত মডেলে ওয়েল্ডিং এন্ড ফ্রেব্রিকেশন, বিউটিফিকেশন, ড্রেস মেকিং, মোবাইল সার্ভিসিং, মোটর সাইকেল সার্ভিসিং, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কের্টি, এসি ফ্রিজ সার্ভিসিংসহ নানা কর্মমূখি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করছে। ৫দিন ব্যাপী এই প্রশিক্ষণের মাধ্যমে এনডিপির প্রকল্প বাস্তবায়ন ইউনিটের পক্ষ হতে উক্ত তরুণ শিক্ষানবিশদেরকে সফট স্কিলস ও লাইফ স্কিলস বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে যা তাদের উদ্যোক্তা হয়ে উঠতে উৎসাহিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button