পিকেএসএফ এর অর্থায়নে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর রেইজ প্রকল্পের আওতায় শুরু হয়েছে শিক্ষানবিশদের ০৫ দিন ব্যাপি জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি। রোববার (১৮ মে) সকালে এনডিপি এর প্রশিক্ষণ কক্ষে এ প্রোগ্রামের উদ্বোধন করেন সংস্থার ঋণ সহায়তা কর্মসূচির পরিচালক মোসলেম উদ্দিন আহমেদ।
উদ্বোধনী প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন রেইজ প্রকল্প সমন্বয়কারী কৃষ্ণ দাস সাহা, লাইফস্কীল কর্মকর্তা মো. এহসান আহমেদ এবং কেইস ম্যানেজমেন্ট অফিসার মো. হাবিবুর রহমান। ছয় মাস মেয়াদি ওস্তাদ-শিস্য কার্যক্রমের মোট ৩ টি ব্যাচের ৫৬ জন ড্রেস মেকিং, মোটর সাইকেল সার্ভিসিং, ইলেকট্রিকাল ওয়ার্কস, এসি ফ্রিজ সার্ভিসিং, এ্যালুমিনিয়াম ফেব্রিকেশন, ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন প্রভৃতি ট্রেডে স্বল্প-আয়ের পরিবারের তরুন-তরুনীগণ এ প্রশিক্ষণে অংশ নেন। অদক্ষ এবং স্বল্প-দক্ষ যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে এনডিপি এ প্রশিক্ষণের আয়োজন করেছে।