সিরাজগঞ্জ

এনডিপি-রেইজ প্রকল্পের শিক্ষানবিশ কার্যক্রম পরিদর্শন

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর অর্থায়নে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) বাস্তবায়িত রেইজ প্রকল্পের উদ্যোগে স্বল্প-আয়ের পরিবারের তরুণদের ট্রেড ভিত্তিক প্রশিক্ষণের আয়োজন করা হয়। গুরু-শিষ্য মডেলের ভিত্তিতে স্বল্প-আয়ের পরিবারভূক্ত তরুণদের জীবন দক্ষতা উন্নয়নের পাশাপাশি কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই শিক্ষানবিশ কার্যক্রম হাতে নিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা এবং বগুড়া জেলায় সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে ২৩ জন মাস্টার ক্রাফট পার্সন ও এনডিপি’র সদস্যভুক্ত স্বল্প-আয়ের পরিবারের ৪৫ জন তরুণকে পোশাক তৈরি ও সেলাই, বিউটিফিকেশন, মোটর সাইকেল সার্ভিসিং, অটোমোবাইলস, ইলেকট্রিকাল ওয়ার্কস, এ্যালুমিনিয়াম ও থাই ফিটিংস, চামড়াজাত জুতা তৈরি, কৃষি যন্ত্রপাতি মেরামত, ওয়েল্ডিং ও ফেব্রিকেশন প্রভৃতি প্রশিক্ষণ দেওয়া হয়। ৬ মাসব্যাপী হাতে কলমে প্রশিক্ষণ সরেজমিনে পরিদর্শন করেন সংস্থার  ঋণ সহায়তা কর্মসূচির পরিচালক এবং রেইজ প্রকল্পের ফোকাল পারসন মোসলেম উদ্দিন। পরিদর্শনের মাধ্যমে প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীদের উৎসাহ প্রদান এবং প্রশিক্ষণ মান যাচাই ও প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীদের উৎসাহ প্রদান এবং প্রশিক্ষণ মান যাচাইয়ের লক্ষ্যে তিনি এ পরিদর্শন করেন। এসময় রেইজ প্রকল্পে সমন্বয়কারী কৃষ্ণ দাস সাহা এবং লাইফ স্কীল অফিসার এহসান আহমেদ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button