গত শনিবার, সন্ধ্যা ৭ টায় বীরমুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগারে অধ্যাপক এস. এম. রেজাউল করিম রেজা’র স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় বক্তারা বলেন, অধ্যাপক রেজা ছাত্রজীবন থেকেই প্রগতিশীল চিন্তা চেতনায় নিজেকে গড়ে তুলেছিলেন। যা তিনি আমৃত্যু ধারণ করে গেছেন। তিনি শুধু বাংলার শিক্ষকই ছিলেন না, তিনি বাংলা এবং বাংলা সাহিত্যকে ভালোবাসতেন। আজীবন তা চর্চা করে গেছেন। প্রয়াত রেজা চাইতেন একটি বিজ্ঞান মনস্ক, যুক্তিবাদী মানুষের সমাজ প্রতিষ্ঠা হোক। যে সমাজে বিশ্বকবি রবীন্দ্রনাথ ও কবি নজরুলকে ধারণ করবে। বক্তারা আরও বলেন এজন্যই রেজা বীরমুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগার প্রতিষ্ঠায় রেখেছিলেন ভুমিকা।
জীবিতাবস্থায় রেজা তার ছাত্রদের নিজ সন্তানের মত ভালোবাসতেন। তিনি ছিলেন একজন শিক্ষক, একজন যুক্তিবান মানুষ, একজন সজ্জন ব্যক্তি। তার অকাল প্রয়াণে আমরা সকলে শোকাহত।
পাঠাগার এর সভাপতি ইসমাইল হোসেন সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন পাঠাগারের প্রধান উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার, সাধারণ সম্পাদক আবু বকর ভুইয়া, মাহবুবে খোদা টুটুল, কথা সাহিত্যিক মনিরুজ্জানান, সোহরাওয়ার্দী খান, অধ্যাপক রেজার সহধর্মিণী বিলকিস রেজা, ছোট ভাই গোলাম রেজা লিপন, প্রাক্তন কাউন্সিলর শাহাদত হোসেন, আল্পনা ভৌমিক, বিবেকানন্দ দাস প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি গৌতম সাহা।
এর আগে অধ্যাপক এস. এম. রেজাউল করিম এর স্মরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়।