সিরাজগঞ্জ

ঐতিহ্যবাহী রেনেসাঁ ক্লাবের নতুন হল রুমের উদ্ধোধন 

গত শুক্রবার ২০ জানুয়ারি, বিকেলে সিরাজগঞ্জের মুজিব সড়ক (মাড়োয়ারী পট্টী)তে  ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী রেনেসাঁ ক্লাব এর ভাষা সৈনিক মোতাহের হোসেন তালুকদার হল রুমের উদ্বোধন করেন রাজনীতিক, সমাজকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. জান্নাত আর হেনরী তালুকদার।

এসময় অনুষ্ঠানের উদ্বোধক ড. জান্নাত আরা হেনরী তার বক্তব্যে বলেন, সিরাজগঞ্জের ভাষা আন্দোলনের সুতিকাগার রেনেসাঁ ক্লাব। এই ঐতিহ্যবাহী ক্লাব এর হলরুম এর নাম একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক প্রয়াত জননেত্ ামোতাহের হোসেন তালুকদার এর নামকরণ করায় তিনি ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন ভাষা সৈনিক মোতাহার তালুকদার এর পরিবারে সদস্য হওয়ায় তিনি নিজেও গর্ববোধ করেন।

উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চৌরাস্তা মসজিদ এর পেশ ইমাম ।

প্রারম্ভিক বক্তব্য রাখেন রেনেসাঁ ক্লাব এর সাধারণ সম্পাদক, প্রয়াত জননেতা মোতাহের হোসেন তালুকদার এর কনিষ্ট পুত্র ও বিশিষ্ট ব্যবসায়ী শামীম তালুকদার লাবলু।

এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন এর নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন, চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার ফেরদৌস রবিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল মতিন মুক্তা।

মোতাহের হোসেন হল রুম এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিক্সা শ্রমিক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলার রহমান ফজলু, সোনালী ব্যাংকের কর্মকর্তা মনোয়ার হোসেন জিন্নাহ, গণহত্যা অনুসন্ধান কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম তালুকদার। এছাড়াও এলাকার মুরুব্বিায়ন, ক্লাব কর্মকর্তা-সদস্যগন ও বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৫০সালে সিরাজগঞ্জের ভাষা সৈনিকদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় রেনেসাঁ ক্লাব। ৫২ এর ভাষা আন্দোলনে এই ক্লাবে বসেই আন্দোলনের পরিকল্পনা গ্রহন ও রাজপথে মিছিল পরিচালনা করা হত। এছাড়াও সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে এই ক্লাব এর সদস্যরা বাংলা সংস্কৃতির প্রসার ও বিস্তারেও ভুমিকা রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button