জাতীয়সদরসিরাজগঞ্জ

যমুনা রেলসেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব সাইফুল ইসলাম

সিরাজগঞ্জে যমুনা রেলসেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করলেন অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব মো. সাইফুল ইসলাম। শনিবার (০২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার সময় সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের যমুনা সেতু পশ্চিম এলাকায় যমুনা রেলসেতু কাজের পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তাকে কাজের অগ্রগতি বিষয়ে অবহিত করেন রেল কর্তৃপক্ষ। কাজের অগ্রগতি দেখে তিনি সকলকে ধন্যবাদ জানান।

এসময় সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি শ্রী অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত দপ্তর সম্পাদক সাংবাদিক শেখ মো. এনামুল হকসহ জেলা প্রশাসন ও রেল কর্তৃপক্ষের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল ইসলাম এর সাথে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু একান্তে কথা বলেন।

এসময় সাইদুর রহমান বাচ্চু তাকে বলেন, সিরাজগঞ্জ শহর ছিলো ট্রেনের শহর সিরাজগঞ্জের মানুষের ঘুম ভাঙতো ট্রেনের হুইসেলে কিন্তু আজ শহরে কোন ট্রেন নেই। একটি মাত্র ট্রেন ছিলো সিরাজগঞ্জ এক্সপ্রেস কিন্তু সেটিও এখন বন্ধ। বন্ধ থাকার কারনে সিরাজগঞ্জের মানুষের চরম ভোগান্তি হচ্ছে। তিনি আরও বলেন, যমুনা রেলসেতু থেকে বগুড়া পর্যন্ত রেললাইন সিরাজগঞ্জের রায়পুর, বাজার স্টেশন, বাহির গোলা, পুরাতন বগুড়া রোড হয়ে বগুড়া পর্যন্ত রেল লাইন করলে অনেক খরচ কম হবে এবং সিরাজগঞ্জের মানুষের অর্থনৈতিক ভাবে উন্নয়ন হবে।

তিনি আরও বলেন সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমি জুট মিল পুনরায় চালু, সিরাজগঞ্জের ফায়ার সার্ভিসকে প্রথম শ্রেণীতে উন্নতকরণ, এবং সিরাজগঞ্জে একটি প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরি দল নিয়োগের বিষয়ে তিনি জোর দাবি জানান।

দাবির সাথে একাত্মতা প্রকাশ করে দাবিগুলো বাস্তবায়নের জন্য তিনি কাজ করবে বলে আস্বস্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button