স্টাঢ রিপোর্টার : সিরাজগঞ্জ রোটারী ক্লাবের উদ্যোগে শুক্রবার, ২৬ আগস্ট, সকালে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়। সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলি ইউনিয়নের রহিমপুর ধোপাপাড়া কওমীয়া মাদ্রাসা ও এতিম খানা প্রাঙ্গনে এই বৃক্ষ রোপন কর্মসূচী বাস্তবায়ন করা হয়। এসময় প্রায় শতাধিক বনজ ও ফলজ চারা রোপন করা হয়। সিরাজগঞ্জ রোটারী ক্লাবের প্রেসিডেন্ট আবু সিদ্দিক, প্রাক্তন প্রসিডেন্ট ডাক্তার কামরল হাসান পারভেজ, প্রাক্তন প্রেসিডেন্ট অ্যাডভোকেট কামরুজ্জামান খোকন, প্রাক্তন প্রেসিডেন্ট মো. আইয়ুব আলী, প্রাক্তন প্রেসিডেন্ট নরেশ ভৌমিক, প্রাক্তন প্রেসিডেন্ট ডাক্তার হাকিম বাবুসহ ক্লাবের অন্যন্য সদস্যবৃন্দ, মাদ্রাসা পরিচালা কমিটির সভাপতি হেলালুজ্জামান, মাদ্রাসা প্রধান সানোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সিরাজগঞ্জ রোটারী ক্লাব তাদের অন্যন্য কর্মসূচির সাথে প্রতিবছরই জেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়ন করে থাকে।