বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলা রোভারের ব্যাবস্থাপনায় দিনব্যাপী জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ ও স্কাউটিং সম্প্রসারণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গত শনিবার, ২০ মে, সকাল ৯টায় বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলা রোভারের আয়োজনে সিরাজগঞ্জ সরকারি কলেজ শিক্ষক মিলনায়তন হল রুমে দিনব্যাপী জেলা মাল্টিপারপার্স ওয়ার্কশপের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলার রোভার ও সাউটস কমিশনার, কোর্স পরিচালক প্রফেসর মো. আমিনুল ইসলাম ( এলটি
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ ও স্কাউটিং সম্প্রসারণ বিষয়ক মতবিনিময় সভার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিরাজগঞ্জ ও জেলা রোভার গনপতিরায় ।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন জামিরতা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হায়দার আলী, বাংলাদেশ বেসরকারি কলেজ শিক্ষক সমিতি সাধারন সম্পাদক মো. ইকবাল বাহার ও সিরাজগঞ্জ জেলা রোভারের সহকারী কমিশনার মো. সাইফুল ইসলাম সরকার ও সিরাজগঞ্জ জেলা রোভার মোঃ সাখাওয়াৎ হোসেন (প্রিন্স) প্রমূখ। সভাপতির অনুমতিক্রমে জেলা রোভারের বার্ষিক কর্ম পরিকল্পনা পাঠ করেন জেলা রোভার সম্পাদক মো. সামসুল হক ( এলটি) জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপের সুপারিশমালা বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা ও ২০২৩-২০২৪ সালের জেলা রোভারের প্রশিক্ষণ প্রোগ্রাম. সংগঠন. সমাজ উন্নয়ন ও গার্লস ইন স্কাউটিংসহ অন্যান্য বিভাগের কার্যক্রম পর্যালোচনা মুল্যায়ন ও ভবিষৎ দিক নির্দেশনা প্রণয়ণ, প্রশিক্ষণ. প্রোগ্রাম সংগঠন সমাজ উন্নয়ন ও গার্লইন স্কাউটিংসহ অন্যান্য বিভাগের ক্যালেন্ডার পেশ ও চুড়ান্তকরণ করা হয়।
ওয়ার্কশপ সুপারিশমালা পেশ করেন সম্পাদক জেলা রোভার মো. সামসুল হক (এলটি)। ওয়ার্কশপে সভাপতি সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। রেজিষ্টেশন কার্যক্রম পরিচালনা করেন মো. আব্দুল আলীম, ও মো. হোসেন আলী (ছোট্ট) ও হাদিসুর রহমান।