সিরাজগঞ্জ

ওরিয়েন্টেশন কোর্স রোভার স্কাউট আন্দোলনকে বেগবান করবে: জেলা প্রশাসক

প্রচলিত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সম্পূরক হিসেবে নিয়মিত প্রশিক্ষণ ও পরিকল্পিত অনুশীলনের মাধ্যমে দেশের শিশু -কিশোর -যুব গোষ্ঠীকে যোগ্য নাগরিক ও মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্কাউট আন্দোলনের ভূমিকা ও অবদান আজ সারা বিশ্বব্যাপী স্বীকৃত। সিরাজগঞ্জে কলেজ ও মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে রোভার স্কাউট দল পরিচালনা করার লক্ষে দিনব্যাপী স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।  তিনি আরও বলেন, সরকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং কার্যক্রম পরিচালনা বাধ্যতামূলক করেছে।

এর আগে শনিবার, ২৬ নভেম্বর, সকাল ৯ টায় দিনব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা রোভারের অর্থায়নে ও আয়োজনে শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে দিনব্যাপী স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের  উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ এর সহসভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গণপতি রায়। সিরাজগঞ্জ জেলা রোভার সম্পাদক মো. সামছুল হক ( এএলটি) এর সঞ্চালনায় ওরিয়েন্টেশনে স্বাগত বক্তব্য প্রদান করেন সিরাজগঞ্জ জেলা রোভারের কমিশনার ও কোর্সের পরিচালক প্রফেসর মো. আমিনুল ইসলাম ( এলটি)

অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোবারক হোসেন, খাজা ইউনূস আলী বিশ্ববিদ্যালয় এর ট্রেজারার প্রফেসর আহসানউল্লাহ হাবীব, রজব আলী মেমোরিয়াল সাইন্স কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, কোর্সে মূল প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন লিডার ট্রেনার বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের উপদেষ্টা প্রফেসর মোজাহেদ হোসাইন। কোর্সে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা রোভার সহকারী কমিশনার মো. হাবিবুল্লাহ সিদ্দিকী, কোষাধ্যক্ষ বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভার মু, আবীদ রোকনী। গ্রুপ সম্পাদক ও আর. এস. এল. রোভার স্কাউটস. গ্রুপ সিরাজগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট মো. মহসিন আলী. সহকারী কমিশনার বাংলাদেশ স্কাউটস. সিরাজগঞ্জ জেলা রোভার যুগ্ম সম্পাদক এস এম শফি মাহমুদ,  হিলফুল ফুযুল মুক্ত রোভার গ্রুপের আর এস এল মো. আইউব। কোর্সে ৫৯ জন প্রশিক্ষণার্থী ও ৫ জন প্রশিক্ষক ছিলেন অংশগ্রহণ করে

শেষে জেলা রোভার স্কাউট জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বিদায়ী সংবর্ধনা প্রদান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button