সদরসিরাজগঞ্জ

এনজিও প্রতিনিধিদের সাথে র‌্যাব-১২ এর সভা

Eye Hospital Rajshahi

গত ২০ আগস্ট, রোববার, র‌্যাব-১২ এর ব্যাটালিয়ন সদর দপ্তরে জেলার এনজিও প্রতিনিধিদের সঙ্গে এক আলোচনা সভার আয়োজন করে র‌্যাব-১২।

অনুষ্ঠানে র‌্যাব-১২ এর অধিনায়ক মো. মারুফ হোসেন পিপিএম সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এনজিও প্রতিনিধিদের নিকট আত্মসমর্পণকৃত চরমপন্থী সদস্য ও তাদের পরিবারের সদস্যদেরকে আর্থিকভাবে স্বচ্ছল করার জন্য বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ প্রদান ও প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এসময় তিনি পুনর্বাসনে সরকার প্রদত্ত প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে সমাজে স্বাভাবিক পেশায় পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করার কথাও তুলে ধরেন।

তিনি এসময় আরও বলেন, আত্মসমর্পণকৃত চরমপন্থীরা যেন পুনরায় তাদের পুরনো পেশায় ফিরে না যায় এবং নতুন করে কোন অপরাধে না জড়ায় সে ব্যাপারে তাদের উপর র‌্যাবের নজরদারী অব্যাহত থাকবে।

উল্লেখ্য, চরমপন্থীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসতে ২০২০ সাল হতে র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্দেশনায় র‌্যাব-১২ কার্যক্রম শুরু করে। প্রাথমিকভাবে র‌্যাব চরমপন্থীদের পরিবারের সাথে যোগাযোগ করে এবং চরমপন্থীদের পরিবারের সদস্যদেরকে হস্তশিল্প সহ বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের স্বাবলম্বী করার ব্যবস্থা করে। র‌্যাবের সময়োপযোগী এ সকল উদ্যোগ গ্রহণের ফলে চরমপন্থী পরিবারের সদস্যরা অনুপ্রাণিত হয় এবং বিভিন্ন চরমপন্থী দলে থাকা সদস্যদেরকে তাদের পরিবারের পক্ষ হতে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার ব্যাপারে উদ্বুদ্ধ করতে থাকে। পরবর্তীতে র‌্যাব ফোর্সেস চরমপন্থীদের পরিবারের মাধ্যমে প্রয়োজনীয় সমন্বয় সাধন করে চরমপন্থীদেরকে আত্মসমর্পণ করতে উৎসাহী করে এবং সরকারের পক্ষ হতে সহযোগিতার মাধ্যমে তাদেরকে পুনর্বাসন, কর্মসংস্থানের ব্যবস্থাকরণ এবং প্রয়োজনীয় আইনী সহায়তা প্রদানের ব্যাপারে আশ্বস্থ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button