সদরসিরাজগঞ্জ

র‌্যাবের অভিযানে ৫১ কেজি গাঁজাসহ গ্রেফতার ০১, পিকআপ জব্দ

মো. মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গতকাল সোমবার ১৫ জানুয়ারি র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সামনে গোলচত্বরে পাঁকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

এসময় ৫১ কেজি গাঁজাসহ ০১জন মাদক কারবারীকে গ্রেফতার কার হয়। এছাড়াও তার সাথে থাকা মাদক দ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ০১টি পিকআপ, ০১টি মোবাইল এবং নগদ ১৩০০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামি হলো মো. কাওছার হোসেন (২১), সাং-মির্জানগর পশ্চিমপাড়া, থানা-দেবিদ্বার, জেলা-কুমিল্লা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে পিকআপ যোগেমাদক দ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদক আইনে এশটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button