আশিক সরকার, কামারখন্দ প্রতিনিধি: লাউ চাষ করে আশানূরুপ ফলন পেয়েছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সবজি চাষি লিটন । ইতিমধ্যে তিনি খরচ পুষিয়ে লাভের মুখ দেখতে শুরু করেছেন। এ মৌসুমে পুঁজির তিন গুণ লাভের আশা রয়েছে তার। শীতকালিন অন্যান্য ফসলের চাষ ও গৃহস্থলির কাজের পাশাপাশি স্বল্প খরচ ও পরিশ্রমে ৩৩ শতক জমিতে লাউয়ের বাম্পার ফলন ফলিয়েছেন ওই চাষি।
সরেজমিন উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চরনুরনগর লিটনের নিজ গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের ভিতরে ফুলজোর নদির পাড়েই বিশাল লাউয়ের মাচা রয়েছে তার। প্রত্যেক গাছেই ঝুলছে লাউ আর লাউ। ইতিমধ্যেই তিনি প্রায় ৪৫ হাজার টাকার লাউ বিক্রি করেছেন এবং পরবর্তীতে আরও প্রায় দেড় লক্ষাধিক টাকার লাউ বিক্রির সম্ভাবনা দেখছেন তিনি।
কৃষক লিটনের সাথে কথা হলে তিনি বলেন, দীর্ঘদিন ধরেই ধান চাষের পাশাপাশি নানা জাতের সবজি চাষ করে আসছিলেন তিনি। এবার ৪০ শতক জমিতে উন্নত জাতের লাউয়ের বীজ বপন করেন। এর ৫০ দিনেই আসে ফসল। বর্তমানে গাছের বয়স ৭০দিন। আগামী পুরো দুমাস এভাবে ধারাবাহিক ফসল আসবে।
তিনি জানান, লাউ চাষে খরচ হয়েছে তার ১৫ হাজার টাকা। একই খেতের একপাশে, করলা, শসা ও উন্নত জাতের কলা গাছও রোপণ করেছেন তিনি। তিনি আরও বলেন, ইচ্ছে থাকলে অল্প জায়গায় অন্যান্য কাজের পাশাপাশি স্বল্প সময়ে সবজি চাষের মাধ্যমে দ্বিগুণ মুনাফা করা সম্ভব।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত বলেন, লিটন ওই এলাকার একজন বড় সবজি চাষি। উপজেলার বিভিন্ন বাজারে প্রায় প্রতি বছর লিটনের উৎপাদিত সবজি পাওয়া যায়। চাষি লিটনের লাউয়ের মাচাটি প্রস্তুত ও গাছের গ্রোথ অনেক ভালো হয়েছে। তাকে আমরা নিয়মিত পরামর্শ দিচ্ছি। তার মত অন্যরাও এগিয়ে এলে কামারখন্দে সবজি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিকভাবেও লাভবান হবেন অনেকে ।