লাম এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে নর্থ ওয়েষ্ট পাওয়ার কোম্পানি লিমিটেড এর দশ তলায় ভবন হস্তান্তর করা হয়।যমুনা রিভারভিউ অফিসার্স ডরমেটরি কাম রেষ্ট হাউজ নামের এই ভবনটি গত মঙ্গলবার, ২৮ মার্চ, সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের নর্থ ওয়েষ্ট পাওয়ার কোম্পানি লিমিটেডকে হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নর্থ ওয়েষ্ট পাওয়ার কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও প্রকৌশলী এ.এম. খোরশেদুল আলম,নির্বাহী পরিচালক (প্রকৌশল) মো. আব্দুস সামাদ, নির্বাহী পরিচালক (পিএন্ডডি)মো. হারুন-অর-রশিদ, লাম এন্টারপ্রাইজের চেয়ারম্যান ড. জান্নাত আরা তালুকদার হেনরী, লাম এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব শামীম তালুকদার লাবু, সিএমসি থেকে মি. গুয়া ও মি. চিই প্রমুখ।