শাহজাদপুরসিরাজগঞ্জ

শাহজাদপুরে দাফনের ৭২ দিন পরে কবর থেকে লাশ উত্তোলন

স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে আদালতের নির্দেশে দাফনের ৭২ দিন পরে কবর থেকে লাশ উত্তোলন করা হয়। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বেলতৈল ইউনিয়নের চরবেলতৈল কবরস্থান থেকে আদালতের নির্দেশে দাফনের ৭২ দিন পর কবর থেকে নিহত আলআমিন হোসেনের লাশ উত্তোলন করে শাহজাদপুর থানার পুলিশ। এসময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহজাদপুর সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, শাহজাদপুর থানার ওসি (অপারেশন) আব্দুল মজিদ,এস আই সুমন সাঈদ ও সাংবাদিকবৃন্দ।

জানা যায়, গত ৩ জুলাই  কোরবানীর ঈদের আগে উপজেলার বেলতৈল ইউনিয়নের চরবেলতৈল গ্রামের মৃত বীরমুক্তি যোদ্ধা হামিদুল মাষ্টারের পুত্র গরু ব্যাবসায়ী  আলআমিন হোসেন(৩৫) গরু বিক্রি করার জন্য এলাকার কয়েকজন সহযোগীর  সাথে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথে টাঙ্গাইল রেলগেইটে ট্রাকটি দাড়ালে আলআমিন প্রকৃতির ডাকে সারা দিতে ট্রাক থেকে নেমে যায়। কিন্তু সে আর ফিরে না আসায় তার সাথে থাকা সহযোগীরা তাকে খুজতে গিয়ে দেখে রেলগেইটের পাশে একটি ক্ষেতের মধ্যে আল আমিনের  খন্ডিত লাশ পরে আছে। এতে সবার ধারনা হয় রেল দুর্ঘটনায় তার মৃত্যু ঘটেছে।পরে ঢাকা কমলাপুর রেলষ্টেশন থানা পুলিশ লাশ উদ্ধার করে নিহতের পরিবারের নিকট লাশ  হস্তান্তর করলে  শাহজাদপুর নীজ গ্রাম চরবেলতৈল কবরস্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনায় কমলাপুর রেলষ্টেশন থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।

কিন্তু নিহত আলআমিনের মা মোছাঃ আবেদা বেগম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন তার নিহত পুত্রকে হত্যা করা হয়েছে। এর প্রেক্ষিতে পরবর্তিতে তিনি বাদী হয়ে ৭ জনকে আসামী করে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন । বিজ্ঞ আদালত সঠিক তথ্য উদঘটনের জন্য গত কাল শনিবার এ লাশ উত্তোলন করে ময়না তদন্তের নির্দেশ দেন এবং এ দিন সকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের সামনে লাশ উত্তোলন করা হয়।

এব্যাপারে শাহজাদপুর থানার ওসি (অপারেশন)আব্দুল মজিদ বলেন, নিহতের মা আবেদা বেগম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন। তার প্রেক্ষিতে আদালতের নির্দেশে আমরা লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button