শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে জলাবদ্ধ জমি থেকে গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। জানা যায়, রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার বেলতৈল ইউনিয়নের ঘোরশাল গ্রামের একটি জলাবদ্ধ জমিতে লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয় গ্রামবাসী। পরে শাহজাদপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের পাশে কীটনাশকের বোতল পাওয়ায় কীটনাশক পান করে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহতর নাম আলীম সরদার (৩০) একজন গার্মেন্টস শ্রমিক। সে উপজেলার জালালপুর ইউনিয়নের মো. হক সরদারের ছেলে। নিহত আলীমের পরিবার ঘোরশাল গ্রামে মামা শাহজাহান আলীর বাড়িতে বসবাস করত।
এদিন সকাল ৮ টায় বাড়ী থেকে ভাত খেয়ে বের হয়েছিল বলে জানাগেছে।
গ্রামবাসী বলেন, আলীমের স্ত্রী কিছুদিন পুর্বে আলীমকে রেখে চলে যায়। এ কারনে মনের কষ্ট থেকে আত্মহত্যা করে থাকতে পারে বলে মনে করছে অনেকেই।
শাহজাদপুর থানার এসআই গোপাল কুমার এ তথ্য নিশ্চিত করে বলেন, লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী থানায় খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠিয়েছি । লাশের পাশে কীটনাশকের বোতল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কিটনাশক পানেই তার মৃত্যু ঘটেছে।