মো. সাহেব আলী, উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়া উপজেলায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মানসম্মত প্রাথমিক শিক্ষা বিষয়ক মত বিনিময় সভা ও ১শ’ ৭৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়।
গতকাল বুধবার ২৬ এপ্রিল দুপুরে উল্লাপাড়া উপজেলা বিআরডিবি হল রুমে প্রাথমিক শিক্ষা অফিস এ মতবিনিময় সভা ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকতা উজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এবং বিদ্যালয়ের শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দেন সংসদ সদস্য তানভীর ইমাম।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সল কাদের রুমী, সাধারন সম্পাদক বীর মুত্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকতা মো. সানোয়ার হোসেন, শিক্ষক সমিতির সভাপতি মো. ফরিদ উদ্দিন ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল প্রমুখ উপস্থিত ছিলেন।