সিরাজগঞ্জে মুগ্ধকর আবৃত্তি সন্ধ্যা উপহার দিলো আবৃত্তি চর্চা কেন্দ্র ‘শব্দশৈলী’। গতকাল ২০ মার্চ, সোমবার, সন্ধ্যায় স্থানীয় পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত আবৃত্তি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক অ্যাড. মাহবুবে খোদা টুটুল।
সংগঠনের সমন্বয়ক হুমায়ুন কবীর আফ্রিদির পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ, সাধারণ সম্পাদক দিলীপ গৌড়, অরুণিমা সঙ্গীতালয়ের প্রধান পরিচালক সূর্য বারী, শেকড় সভাপতি নাসিমা আহমেদ, প্রসূন সাহিত্য সংসদের সভাপতি শফিক সেলিম, আবেগ পাঠচক্রের সহসভাপতি মীম মিজান, সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম সোহাগ, নাট্যচক্র গ্রুপ থিয়েটারের সভাপতি ইমরান মুরাদ, কবি-নাট্য কর্মী জান্নাতুল কলি, সিরাজগঞ্জ কবি-সাহিত্যিক পরিষদের সাধারণ সম্পাদক আল-আমিন আকাশ, ফাহমিদা জুঁই, মাহমুদা লাবনী প্রমুখ। কবিতা আবৃত্তি করেন সালাম মামুন, এস. মুকুল আহমেদ, পার্থ ঘোষ, সায়েম আফ্রিদি, হাজেরা শম্পা, জান্নাতুল ঋতু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাচিক শিল্পী ও শব্দশৈলীর পরিচালক হাজেরা শম্পা।