সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে নারী উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্যের সমাহার নিয়ে আয়োজন করল ৫দিনব্যাপী শরৎ মেলা ২০২২। বৃহস্পতিবার সকালে শহরের শহিদ এম মুনসুর আলী অডিটোরিয়ামে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শারিতা মিল্লাত সিআইপি। মেলা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক এমপি সেলিনা বেগম স্বপ্না, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মনির হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগ এর সাবেক নেতা আনোয়ার হোসেন ফারুক, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাসনা হেনা, পৌর কাউন্সিলর রুমনা রেশমা ও রুবিনা জগৎ এর পরিচালক রুবিনা আক্তার রুপা।
এসময় আরও উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, জেলা পরিষদের সাবেক সদস্য অ্যাডভোকেট কাজী সেলিনা পারভিন পান্না, মহিলা আওয়ামী লীগ নেত্রী ইদিত আরা বিউটি, সেলিনা ভানু রুমাসহ নারী উদ্যোক্তাগণ।