সদরসিরাজগঞ্জ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে জেলা প্রশাসনের স্মরণ সভা

সিরাজগঞ্জে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে জেলা প্রশাসন সিরাজগঞ্জ এর উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও নিহত ও শহিদদের স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালের দিকে পৌর শহরের শহিদ এম মুনসুর আলী অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্র-ছাত্রী হাতে পুরস্কার তুলেদেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. ফারুক হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও উপ-সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিটুস লরেন্স চিরান, সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন, সিরাজগঞ্জ জেলা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাহিদ আল আমিন, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি বেগম রোমানা মাহমুদ, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. শাহিনুর রহমান, সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ইন্না, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনারগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুনতাসির মেহেদী হাসান, ছাত্র সমন্বয়ক সজীব সরকার, ছাত্র সমন্বয়ক মো. ইশান, ছাত্র সমন্বয়ক রাহাত তালুকদার, ছাত্র সমন্বয়ক সালমান জোয়াদ্দার, ছাত্র সমন্বয়ক টিএম মুশফিক, ছাত্র সমন্বয়ক জুবায়ের সেজান, আহত ছাত্র নেহাল, ছাত্র -জনতা গণ-অভ্যুত্থানে আহত-নিহত পরিবারবর্গ, সুশীল সমাজ, সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জেলা প্রশাসক বক্তব্যে বলেন আমরা জুলাই আগস্টে ছাত্র জনতা গণঅভ্যুত্থানে আহত-নিহতদের জন্য গত ২৭ নভেম্বর গণবিজ্ঞপ্তী প্রকাশ করেছি। যারা আন্দোলনে মামলার ভয়ে হাসপাতালে চিকিৎসা না নিয়ে বাসায় চিকিৎসা নিয়েছেন তারা আবেদন করবেন নাম অন্তর্ভুক্তির জন্য। ইতিমধ্যে আমরা নিহতদের তালিকা কেন্দ্রীয় সেলে প্রেরণ করেছি। নিহত ও আহতদের (মোট-১৬৮) মাঝে আর্থিক অনুদান প্রদান করেছি। অনুষ্ঠানে বক্তাগণ বলেন, স্বাধীনতা একদিনে আসে নাই। অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে ছাত্র, বিভিন্ন রাজনৈতিক দল, সর্বস্তরের জনগণের অক্লান্ত পরিশ্রমে এই স্বাধীনতা অর্জন হয়েছে। কিন্তু এই স্বাধীনতা নস্যাৎ করার জন্য বিভিন্ন প্রশাসনের ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষররা এখনও গা-ঢাকা দিয়ে আছে যারা সুযোগ পেলে মাথা চাড়া দিয়ে উঠতে পারে এই বিষয়ে প্রসাশন সহ সকলকে সজাগ থাকতে হবে। পরিশেষে আহত-নিহতদের স্মরণে দোয়ার মাধ্যমে স্মরণ সভা সমাপ্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button