১৯৭১ সালের এদিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। এই দিবসটি উপলক্ষে সিরাজগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস পালনে জেলা বিভিন্ন কর্মসুচী গ্রহণ করে।
বুধবার ১৪ ডিসেম্বর, সকাল ৯.৩০ মিনিটে জেলা প্রশাসনের আয়োজনে চীফ জুডিসিয়াল ম্যাজিট্রেট কোর্ট চত্বরের সুবর্ণ অংহকারের পাদদেশে শহিদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমান। এসময়ে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) পিপি এম ( বার), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার প্রমুখ।
পরে জেলা প্রশাসকের কার্য্যালয়ের শহিদ এ কে শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) পিপিএম (বার), স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মাদ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক, রাজস্ব মো. মোবারক হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুস সামাদ তালুকদার, জেলা আওয়ামী লীগের নেতা বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাস,চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ট্রাটিজ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. রিয়াজ উদ্দীন আহমেদ, সিরাজগঞ্জ সদর উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি এস এম মো. রকিবুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিম নূর রেজা দিপু, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদ কার্যালয়ের সিএ নূরনবী খান জুয়েল।