সিরাজগঞ্জ

পৃথিবী ছেড়ে চলে গেল শহিদ নাজমুলের মা

সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা ঘোষপাড়া নিবাসী শহিদ নাজমুলের মাতা সুফিয়া খাতুন (তারা) গত মঙ্গলবার, ১১ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মারা যান ( ইন্নানিল্লাহি ওয়া. . . . . রাজেউন)। গতকাল, বুধবার, ১২ এপ্রিল, সকাল ৮ টায় সিরাজগঞ্জ পাওয়ার হাউজ স্কুল মাঠে মরহুমার নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাকে  সিরাজগঞ্জ পৌর রহমতগঞ্জ কবরস্থানে দাফন করা হয়। মৃতকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৮০ বছর। তিনি বহুমুত্র ও অন্যান্য ব্যধিতে আক্রান্ত ছিলেন।

মৃত্যুকালে তিনি তিন ছেলের মধ্যে দুই ছেলে ও পাচ মেয়ে রেখে যান। তার কনিষ্ঠপুত্র শহিদ নাজমুল খালেদা জিয়ার শাসন আমলে সিরাজগঞ্জ চৌরাস্তা মোড়ে (প্রেস ক্লাব মোড়) জামাত-বিএনপির সন্তাসীদের হাতে শািহদ হন।

মরহুমার স^ামী সিরাজগঞ্জ শহরের বিশিষ্ট ঠিকাদার ইসমাইল হোসেন তিন বছর আগে মারা যান। মরহুম ইসমাইল হোসেন তার জীবিত সময়ে নিজ গ্রাম শালুয়াভিট্য়া মসজিদ, মাদ্রাসা, স্কুল ও বহু জনহিতকর  প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তার অবর্তমানে তার সন্তানেরা সেসব প্রতিষ্ঠান দেখা শোনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button