টাঙ্গাইলে এনডিপি’র দেলদুয়ার ও গোড়াই শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ করা হয়। গত ১২ জুন বুধবার সকালে শাখার শুভ উদ্বোধন করেন এনডিপির সহকারী পরিচালক (সিএসপি) মো. সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, এরিয়া ম্যানেজার মো. শাহ আলম, শাখার ম্যানেজারগণ সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিগণ। অনুষ্ঠানে এনডিপি’র ঋণ সহায়তা কর্মসূচির সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম সংস্থার বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরেন। এসময়ে তিনি উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। উদ্বোধন শেষে দেলদুয়ার শাখার ১০ জন সদস্যের মাঝে ১১ লাখ টাকা ও গোড়াই শাখার ১০ জন সদস্যের মাঝে ১০ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়।