সিরাজগঞ্জে আন্তজার্তিক বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিরাজগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে শান্তি বিষয়ক প্রশ্নোত্তর প্রতিযোগিতার ১ ঘন্টা লিখিত পরিক্ষা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সেন্টার ফর কমিউনিটি ডেভলপমেন্ট সার্ভিসেস-সিসিডিএস, সিরাজগঞ্জের আয়োজনে পৌর শহরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া হাই স্কুল, সবুজ কানন স্কুল এন্ড কলেজ, রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেনি কক্ষে এই পরিক্ষা অনুষ্ঠিত হয়। এসময়ে পরীক্ষা পূর্বে শ্রেণী কক্ষে উপস্থিত ছিলেন সবুজ কানন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাসুদ রানা, ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সাজেদুল ইসলাম।
আগামী ২১ সেপ্টেম্বর রোজ শনিবার সিরাজগঞ্জ প্রেসক্লাবের ৩য় তলায়, শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং বিজয়ী ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদান করা হবে।