জাতীয়সদরসিরাজগঞ্জ

শপথ নিলেন শামীম তালুকদারসহ ০৫ জেলা চেয়ারম্যান, ০২ মেয়র

শপথ নিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদ এর নবনির্বাচিত চেয়ারম্যান, মহুকুমা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক জননেতা প্রয়াত মোতাহার মাষ্টারের কনিষ্ঠ পুত্র শামীম তালুকদার লাবু। এসময় আরও শপথ বাক্য পাঠ করেন নব নির্বাচিত ৫ জেলা পরিষদ চেয়ারম্যান এবং সিটি কর্পোরেশনের ০২ মেয়র।

গত বৃহস্পতিবার, ৪ এপ্রিল, সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ের শাপলা হলে এক অনুষ্ঠানে সিরাজগঞ্জের জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদার লাবুসহ অন্যান্য ৫ জেলা পরিষদ চেয়ারম্যন ও সিটি কর্পোরেশনের ০২ মেয়রকে শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে আরও শপথ নেন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ.এন.এম. ওবায়দুর রহমান, ঠাকুরগাঁওয়ের জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান বিল্লাল মিয়া ও হবিগঞ্জের জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার।

অনুষ্ঠানে এছাড়াও শপথ নেন কুমিল্লা সিটি কর্পোরেশন এর মেয়র তাহসিন বাহার সুচনা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র একরামুল হক টিটু।

পরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাধারণ ওয়ার্ডের নব নির্বাচিত ৪৪ জন কাউন্সিলর এবং সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের একই স্থানে শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম।

উল্লেখ্য, জেলা পরিষদর চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ^াস পদত্যাগ করায় এ আসনটি শূণ্য ঘোষিত হয়। এবং গত ৯ মার্চ সিরাজগঞ্জ জেলা পরিষদের  চেয়ারম্যান এর শুন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সিরাজগঞ্জ মহকুমা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক, ভাষা সৈনিক, সাবেক জেলা গভর্ণর প্রয়াত জননেতা মোতাহার হোসেন তালুকদার এর কনিষ্ঠ পুত্র ও সিরাজগঞ্জ সদরের এমপি ড. জান্নাত আরা হেনরী এর স্বামী শামীম তালুকদার লাবু জীপ গাড়ি প্রতিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে লাবু তালুকদার ৬৩৪ ভোট পেয়ে তার প্রতিদ্বন্দ্বী মালোয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি  ঘোড়া প্রতিকের মকবুল হোসেন মুকুলকে ১২৮ ভোটে পরাজিত করে বিজয়ী হন।

এ নির্বাচনে জেলার ৭টি পৌরসভা, ৯টি উপজেলা ও ৮৩টি ইউনিয়নের মোট ১১৯৬ জন ভোটারের মধ্যে ১১৯১ জন ইভিএম পদ্ধতি ব্যবহার করে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

শামীম তালুকদার এর সহধর্মীনি ড. জান্নাত আরা হেনরী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ ( সদর ও কামারখান্দ) আসনে নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button