সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের দু‘পাশে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা সিরাজগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ রবিবার সকালে উচ্ছেদ করেছে। সড়ক ও জনপদ বিভাগের ঢাকা জোনের উপ-সচিব (সম্পত্তি ও আইন) কামরুজ্জামান মিয়া ও সিরাজগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু মনসুর আহমেদ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
উচ্ছেদকালে এ দুই কর্মকর্তা জানান,এ মহাসড়কের দুই পাশের সওজের জায়গা স্থানীয় প্রভাবশালীরা অবৈধ ভাবে দখল করে পাকা,আধাপাকা,কাচা ছোট-বড় প্রায় ২ শতাধিক স্থাপনা গড়ে তোলে।
এ সব অবৈধ স্থাপনা অপসারণে সড়ক বিভাগ থেকে গত ২০ জুলাই নোটিশ প্রাদন করা হয়। কিন্তু তারা নিজ উদ্যোগে তা অপসারণ না করায় এ দিন এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়। তারা আরও বলেন,আমাদের এ উচ্ছেদে অভিযান অব্যহত থাকবে। এদিকে এ উচ্ছেদ অভিযান চলাকালে হাজার হাজার উৎসুক জনতা সেখানে ভীড় করে। ফলে এ ভীড় সামাল দিতে বিসিক বাসস্ট্যান্ড এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়।