সদরসিরাজগঞ্জ

শাহজাদপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গরে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়।

গতকাল মঙ্গলবার (২১জুন) সকালে শাহজাদপুর উপজেলা হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, শাহজাদপুর পৌর মেয়র মনির আক্তার খান তরুলোদী,শাহজাদপুর সহকারি কমিশনার ( ভূমি) লিয়াকত সালমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের সহকারি পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ,শাহজাদপুর থানার ওসি (অপারেশন) আব্দুল মজিদ, প্রমূখ। এ ছাড়া উপস্থিত ছিলেন, উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ ও সূধী মহল।

এ কর্মশালায় কিভাবে মাদকদ্রব্য রোধে সমাজিক আন্দোলন গরে তোলা যায় সে বিষয়ে পরিকল্পনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button