সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য নির্বাচিত হলেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের প্রয়াত সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের কনিষ্ঠ্য কণ্যা ফেরদৌসি রহমান শান্তা।
শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ স‚ত্রে জানা যায়, দীর্ঘদিনপর চলতি বছরের প্রথম দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম সভাপতি ও এ্যাড. আব্দুল হামিদ লাভলু সাধারন সম্পাদক নির্বাচিত হন। নবনির্বাচিত কমিটি জেলা আওয়ামীলীগ বরাবর উপজেলা কমিটি জমা দিলে ২০শে মে আগামি তিন বছর মেয়াদে পূনাঙ্গ কমিটি অনুমোদন দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক।
শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের কার্যকরি কমিটির সদস্য করার ফেরদৌসি রহমান শান্তা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বঙ্গবন্ধু কন্যা আওয়ামী সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ধন্যবাদ জানান বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কার্যকরী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হামিদ লাভলুকে।
বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান, আওয়ামী লীগের তৃণম‚ল পর্যায়ের নেতা-কর্মী ও শাহজাদপুরের আপামর জনসাধারনের প্রতি, যাদের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে তিনি রাজনীতিতে সক্রিয় হয়েছেন।