সিরাজগঞ্জের শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন শাখার পূজা উদযাপন পরিষদের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শুক্রবার, ১ জুলাই, সকালে উপজেলার বেলতৈল ইউনিয়নের বেতকান্দি বাজারে ঘোরশাল বরকতুল্লাহ ডিগ্রী কলেজের হলরুমে এ সম্মলেন অনুষ্ঠিত হয়। শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের অনুমতি ক্রমে বেলতৈল পুজা উদযাপন পরিষদের শ্রী অতুল গোবিন্দ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক শ্রী স্বপন কুমার সান্যাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগাঠনিক সম্পাদক শ্রী বাসু দত্ত, শাহজাদপুর পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি রতন বসাক ও সাধারন সম্পাদক মানিক কুমার সরকার, বেলতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম প্রমুখ।
এ দ্বিবার্ষিক সম্মেলনে প্রার্থীদের সম্মতিক্রমে সিলেকশনের মাধ্যেমে স্বপন কুমার সাহাকে সভাপতি ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হিসেবে স্বপন চন্দ্র সূত্রধর নির্বাচিত হয়।