শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ চত্তরের পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশটি পৌর এলাকার বাগদিপাড়ার দুলাল রায় এর ছেলে জীবন রায় বলে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পুকুরে শিশু কিশোরেরা গোসল করতে নামলে লাশটি তাদের পায়ে বাঝে। এ সময় শিশুকিশোরদের চিৎকার চেচামেচিতে এলাকার মানুষজন লাশটি উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
পরিবারের লোকজন দাবী করে বলেন, নিহত জীবন রায় (৩৬) পুকুরে গোসল করতে গেলে আর ফিরে আসেনি। এতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যপারে শাহজাদপুর থানার ওসি (তদন্ত) আসলাম হোসেন বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে এতে পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হলে তা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।