সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিবন্ধিদের চাইল্ড সাইট ফাউন্ডেশনের স্থায়ী সেন্টারের উদ্বোধন করা হয়। গতকাল ১২ অক্টোবর শনিবার সকালে শাহজাদপুর উপজেলার নুকালী গ্রামে চাইল্ড সাইট ফাউন্ডেশন সেন্টারের স্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়। এ সেন্টারের উদ্বোধন করেন চাইল্ড সাইট ফাইন্ডেশনের চেয়ারম্যান ও জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ড. এম এ মুহিত এবং সাথে ছিলেন সহধর্মিনী ফাহমিদা মুহিত।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন হিরু,সাধারন সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক এড. রায়হান, যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বখতিয়ার ভুইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, চাইল্ড সাইট ফাউন্ডেশনের সকল প্রতিবন্ধি ও তাদের অভিবাবকগন।
উপজেলার প্রতিবন্ধিদের বীনা মুল্যে চিকিৎসা, লেখা পড়া ও বিনোদনের স্থান হলো এই চাইল্ড সাইট ফাউন্ডেশন সেন্টার। এ ছাড়া প্রতিবন্ধিদেরকে বিনা মুল্যে হুইল চেয়ারসহ নানাবীধ প্রয়োজনীয় জিনিস পত্র বীনামুল্যে বিতরন করা হয় এই সেন্টারের পক্ষ থেকে। চাইল্ড সাইট ফাউন্ডেশনে থাকা প্রতিবন্ধিদের অভিবাকরা বলেন, শাহজাদপুরে চাইল্ড সাইট ফাউন্ডেশন থাকায় আমরা খুবই উপকৃত হয়েছি। এখান থেকে আমাদের প্রতিবন্ধি বাচ্চাদের চিকিৎসাসহ বিভিন্ন প্রকার সহযোগীতা পাচ্ছি। এই ফাউন্ডেশন শাহজাদপুরে না থাকলে আমরা দরিদ্ররা আমাদের প্রতিবন্ধি বাচ্চাদের অর্থভাবে চিকিৎসা করাতে পারতাম না এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্র যোগান দিতে পারতামনা।