স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে আলোচনাসভা, দোয়া মাহফিল, চিত্রাঙ্কন,রচনা কবিতা আবৃতি বই পাঠ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সোমবার সকালে সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ণ বোর্ড মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেসকো লিমিটেড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী-১ মো. আব্দুর রউফ সরদার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) বিউটি সুলতান এর সভাপতিত্বে শিক্ষক হাফিজুল ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো. আসাদ উদ্দিন পবলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিক্রয় ও বিতরণ বিভাগ নেসকো লিমিটেড সিরাজগঞ্জে নির্বাহী প্রকৌশলী-২ শ্রী অসীথ পোদ্দার, এসডিই মো. রেজাউল করিম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. মামুনুর রশিদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শ্রী কমল শিং প্রমুখ।
এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন। আলোচনাসভা, দোয়া মাহফিল শেষে চিত্রাঙ্কন,রচনা কবিতা, আবৃতি বই পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিক্রয় ও বিতরণ বিভাগ নেসকো লিমিটেড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী-১ মো. আব্দুর রউফ সরদার।