স্টাফ রিপোর্টার: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরর ৪৮তম শাহাদত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত শনিবার ১২ আগস্ট বিকাল ৪ টার দিকে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হল রুমে সংগঠনের সভাপতি মঞ্জুরুল আলম রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে উপলক্ষে তাৎপর্য মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্য বলেন, বঙ্গবন্ধুর প্রাণনাশের মাধ্যমে ষড়যন্ত্রকারী শুধু ব্যাক্তি মুজিবুর রহমান কে হত্যা করেনি বরং তারা চেয়েছিল বঙ্গবন্ধুর আর্দশ তথা মুক্তিযুদ্ধের চেতনাকে নিশ্চিহ্ন করতে। কিন্তু ঘাতকেরা বাঙালির মন থেকে যেমন বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি কে মুছে ফেলতে পারেনি তেমনিই মুক্তিযুদ্ধের চেতনার চিরন্তন শিখাকে ও নিভিয়ে দিতে পারেনি। রাষ্ট্রদ্রত উপস্থিত সকলকে স্বাধীনতা বিরোধী অপশক্তির ষড়যন্ত্র রুখে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রেখে বঙ্গবন্ধুর সোনার বাংলাকে বাস্তবে রূপান্তর করার কাজে সংকল্পবদ্ধ হবার জন্য আহবান জানান।
এ সময় অনুষ্ঠানে দপ্তরি কামপ্রহরীর নেতৃবৃন্দরা বলেন, প্রধানমন্ত্রী ঘরে ঘরে যে চাকরি দেওয়ার কথা ছিলো সে টা বাস্তবায়ন করতে তার নিজের হাতে এই পদটি তৈরি করেছেন এবং এখানে বাংলাদেশ আওয়ামী লীগের পরিবারের সন্তান এই পদে চাকরি করে আসছে। দীর্ঘ ১০ বছর এই পথটি তৈরি হলেও এখনো পর্যন্ত জাতীয়করণ হয়নি।
এই পদে দপ্তরিরা ২৪ ঘন্টা নিয়োজিত থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই জননেত্রী শেখ হাসিনার হাতের পদটি জাতীয়করণ করার জন্য মহান সংসদে উপস্থাপন করার জন্য সিরাজগঞ্জ সদর কামারখন্দ ২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি কে উপস্থাপন করার অনুরোধ করেন এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
অনুষ্ঠান শুরুর আগে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপরিবারে প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক নীরবতা পালন করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আমিনুর ইসলাম। বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আহসান হাবিব খোকাসহ সিরাজগঞ্জ জেলার ৩ শতাধিক দপ্তরী কাম প্রহরীবৃন্দ।