সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে শিক্ষক প্রশিক্ষণের সমাপনীতে সনদ বিতরণ

সিরাজগঞ্জে সামাজিক আচরণ পরিবর্তনে যোগাযোগ ও জীবন রক্ষাকারী মৌলিক আচরণ বিষয়ক মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকগণের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপনী ও সনদ তুলে দেওয়া হয়।

গত বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, বিকেলে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ এর উপপরিচালক মোহাম্মদ ফারুক আহাম্মদ।

ইসলামিক ফাউন্ডেশন ইমাম প্রশিক্ষণ একাডেমি ঢাকা এবং ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ এর বাস্তবায়নে ও ইউনিসেফ বাংলাদেশের কারিগরি সহায়তায় আয়োজিত প্রশিক্ষণে সনদপএ তুলে দেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি তার বক্তব্য বলেন, ইসলামিক ফাউণ্ডেশন প্রতিষ্ঠাতা করে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইসলাম একটি শান্তির ধর্ম। ইসলাম ধর্ম আমাদের সকল মুসলমানদেরকে সম্মানিত করেছেন। মহান আল্লাহ পাকের দিক নিদের্শনা ও নবী রাসূলের সূন্নত সঠিকভাবে পালন করবে। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়ে তিনি বলেন, সকলকে খাবারের পূর্বে ভালোভাবে হাত ধুঁয়ে নিতে হবে।

সিরাজগঞ্জে ইসলামিক ফাউণ্ডেশন সকল সময়ে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এজন্য তিনি ইসলামিক ফাউণ্ডেশনকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড সুপার ভাইজার মো. মহিউদ্দিন আহমেদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা মডেল মসজিদও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. তরিকুল ইসলাম।

২ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button