রায়গঞ্জ থেকে মো. মোকাদ্দেস হোসাইন সোহান: রায়গঞ্জ উপজেলা জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির অভিসেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ২২ অক্টোবর, শনিবার বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অষিসেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুল আজিজ রতন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক বাবুল কুমার দত্ত। অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রায়গঞ্জ-তাড়াশের সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল হাদি আলমাজী জিন্না। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গফুর রায়হান, রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ হ্রদয়, সলঙ্গা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান লাবু, বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির আহব্বায়ক এস. এম. খায়রুল ইসলাম, যুগ্ম আহব্বায়ক মো. রইচ উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আপেল মাহমুদ, জেলা পরিষদের সদস্য মোঃ গোলাম হাসান সুমন সরকার, ধানগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলাম মাসুম, সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু হেনা মোস্তফা কালাম রিপন, ব্রাম্মাগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম ছরোয়ার লিটন, ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে ক্লোজ-আপ-ওয়ানের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।