স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে নব্য যোগদানকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গত ১৪ জুন বুধবার অফিসার্স ক্লাবে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণ ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (পলিসি এবং অপারেশন বিভাগের) পরিচালক মনীষ চাকমা ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমান শিক্ষকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক মুল্যবান বক্তব্য রাখেন। নয়া শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম মন্ডল। সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বিশ্বজিৎ কুমার সাহা, সহকারী মনিটরিং অফিসার মো. আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ।