গত শনিবার বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ)সিরাজগঞ্জ জেলা শাখার এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় শহরের জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয় হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মো.আব্দুল বাকী ।
বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) সিরাজগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলীর সঞ্চালনায় সভায় সিরাজগঞ্জ সদর,রায়গঞ্জ, বেলকুচি, কাজীপুর ও শাহজাদপুর উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে ১৯৭৫ এর রক্তস্নাত ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধুসহ ঐদিন যারা প্রান দিয়েছেন এবং সম্প্রতি মাধ্যমিক শিক্ষা জাতীয় করনের আন্দোলনে অংশ গ্রহন করে অসুস্থ হয়ে মৃত্যু বরণকারী শিক্ষক ওয়াহেদ আলীর রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।এর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়।
সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি( বিটিএ)সিরাজগঞ্জ জেলা শাখার সহসভাপতি খাস সুরীবের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হক, সহসভাপতি কে সি আর উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর কবির, সহসভাপতি সবুজ কানন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম,শিক্ষক নেতা বাহুকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরজ্ঞন সাহা, সাংগঠনিক সম্পাদক জামিরতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুর রউফ ভুইয়া গাতী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়অকুব আলী তালুকদার , রায়গঞ্জের শিক্ষক নেতা হাসিল ভাত হাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম হোসেন তালুকদার, রায়গঞ্জ পাইলট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, বেলকুচি উপজেলার শিক্ষক নেতা আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী মাসুদ, শিক্ষক নেতা নাজমুল হুদা ,শাহজাদপুর পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার লাকী, সদর উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মো. মোসলেম উদ্দিন ,মল্লিকা সানাউল্লা আনসারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুল ইসলাম প্রমুখ। সভায় সম্প্রতি মাধ্যমিক শিক্ষা জাতীয়করন কর্মসূচীতে অংশগ্রহন করার জন্য সর্বস্তরের শিক্ষকদের ধন্যবাদ জানান হয়। একই সংগে কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান ও সাধারন সম্পাদক শেখ কাওছার আহমেদকে সময়োপোযোগী আন্দোলন কর্মসূচী দিয়ে তা সফল করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান হয়।একই সংগে শিক্ষকদের ন্যায় সংগত দাবী আদায়ে ভবিষ্যতে যে কোন ধরনের আন্দোলনে অংশ গ্রহনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।এছাড়া মাধ্যমিক শিক্ষা জাতীয় করনের এক দফা দাবী বাস্তবায়নে শিক্ষকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান হয়।