সদরসিরাজগঞ্জ

শিক্ষার্থীকে গুলি : অভিযুক্ত শিক্ষকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলি করার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ডা. রায়হান শরীফকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের অনুমতি পেয়েছে পুলিশ।

সোমবার (১১ মার্চ) দুপুরে  সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসাইনের আদালতে অস্ত্র আইনে দায়ের করা মামলায় পুলিশের সাত দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। এর আগে শিক্ষকের সঙ্গে আর  অন্যকেউ জড়িত আছে কি না, তার অস্ত্রের উৎস কোথায়, তিনি কোথাথেকে কার নিকট থেকে অস্ত্র সংগ্রহ করেছেন সার্বিক বিষয়ে জানতে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে  আদালতে আবেদন করে পুলিশ। আবেদনের প্রেক্ষিতে সোমবার শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, । গত  বুধবার (৬ মার্চ) ডা. রায়হান শরীফের বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের করা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদের সাত দিনের রিমান্ড চেয়ে  আদালতে আবেদন করা হয়।শুনানি শেষে রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। এখন আইনি প্রক্রিয়া সম্পন্ন করে জেলহাজত থেকে আজ (সোমবার) বিকেলেই তাকে রিমান্ডে আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button