শাহজাদপুরসিরাজগঞ্জ

৮০ মেধাবি শিক্ষর্থীকে হেলিকপ্টারে ঘুরিয়ে ব্যতিক্রমি সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর মহল্লার রংধনু মডেল স্কুলের প্রাথমিকে বৃত্তি প্রাপ্ত ৮০জন শিক্ষার্থীকে সোমবারা, ৬ মার্চ, সকালে হেলিকপ্টারে ঘুরিয়ে ব্যতিক্রমি সংবর্ধনা দেয়া হয়।

শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সংবধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শাহ আজম শান্তনু। বিশেষ অতিথি ছিলেন, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, শাহজাদপুর পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী,শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শাহ আজম শান্তনু কেক কেটে এ সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর ৪জন করে ২০ বার মোট ৮০জন শিক্ষার্থীকে হেলিকপ্টারে করে শাহজাদপুরের আকাশে  ঘুরানো হয়।

এ বিষয়ে রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিন বলেন,শিক্ষার্থীদের আরও ভালো পড়ালেখা করার উৎসাহ প্রদানের লক্ষে এই ব্যতিক্রমি আয়োজন করা হয়।

এসময় নিজেদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শিক্ষার্থী নিশাত,স্বর্ণা,মাইসি ও সুমসা বলেন,আমাদের বাবা মা ও শিক্ষকেরা সব সময়ই আমাদের কাছে ভালো রেজাল্ট আশা করে। আগামীতে যাতে আমরা আরও ভালো রেজাল্ট অর্জন করে আমাদের কাংক্ষিত লক্ষে পৌছাতে পারি সেই উৎসাহ দানে এই আয়োজন আমাদের পড়ালেখায় মনোযোগি হতে আরও অনুপ্রেরণা যোগাবে।

প্রধান অতিথি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শাহ আজম শান্তনু তার বক্তব্যে বলেন, এই আয়োজন শিক্ষার্থীদের পড়ালেখায় নিঃসন্দেহে আরও উৎসহিত করবে। তিনি শিক্ষার্থীদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button