সিরাজগঞ্জ সদরে শিয়ালকোল ইউনিয়নের আড়িয়া মোহন উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২২ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন বরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ফু্ললে শুভেচ্ছা জানান হয় ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ এবং ছাত্রীদের মাঝে ন্যাপকিন বিতরণ করা হয়।
গত বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, বেলা ১২ টার দিকে আড়িয়া মোহন উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬৩, সিরাজগঞ্জ-২ আসনের এমপি অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ার রুপকার। প্রধানন্ত্রী এখন স্মার্ট বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এসময় তিনি স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী প্রজন্মদের সকল শিক্ষার্থীদেরকে পড়াশুনায় মনোনিবেশ করতে পরামর্শ দেন। তিনি বলেন, শিক্ষার্থীদের সু-শিক্ষিত করে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে এবং খেলাধূলা ও সাহিত্য -সংস্কৃতির লালন করতে হবে।
এমপি মুন্না এসময় বাল্যবিবাহ বন্ধ, রাতজেগে অযথা মোবাইল ফোন ব্যবহার না করার জন্য শিক্ষক ও অভিভাবকদের সন্তানদের প্রতি খেয়াল রাখতে পরামর্শ দেন। তিনি মাদক, সন্ত্রাস, ইভটিজিং বন্ধ করাসহ সকল ধরনের অপরাধ বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল হাকিম, জেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির সভাপতি মো. আমিনুর ইসলাম, ৪ নং শিয়ালকোল ইউনিয়ন আ. লীগের সভাপতি মো. গোলাম আজম তালুকদার বাবলু, সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন তালুকদার, আড়িয়া মোহন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. ইসমাইল হোসেন, দাতা সদস্য মো. আব্দুল বারীক সরকার প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আড়িয়া মোহন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নূরুল ইসলাম সজল। স্বাগত বক্তব্য রাখেন আড়িয়া মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আলীম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৪নং শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সেলিম রেজা। অনুষ্ঠানে শিয়ালকোল ইউনিয়ন পরিষদেও সদস্য রুহুল আমিন সজল, ইউপি সদস্য মো. মোক্তার হোসেন, শিয়ালকোল ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সামাদ তালুকদার, সাধারণ সম্পাদক মো. স্বপন সেখসহ অভিভাবকসহ প্রায় হাজারো শিক্ষার্থী উপস্থিত ছিলেন।