সিরাজগঞ্জ জেলা পরিষদের এর নিজস্ব তহবিল হতে ২০২১-২০২২ অর্থ বছরের মেধাবি ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। গত শনিবার ( ১৫ এপ্রিল) সকালে জেলা পরিষদের নিজস্ব কার্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ সহয়তা তুলে দেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান -১ শরিফুল ইসলাম তাজফুল, আমিনুল ইসলাম, সদস্য একরামুল হক একরাম, সদস্য জুই পারভীনসহ জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলা পরিষদ প্রতি বছরের ন্যায় জেলার এবছরও জেলার ৭৬ জন ছাত্র-ছাত্রীদের মাঝে নগদ ১০ লাখ ৬৫ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।