মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে সিরাজগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার (১৩ মার্চ), সকাল ১০ টার দিকে শহিদ এ কে এম শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিস সিরাজগঞ্জের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর মোহাম্মাদ মাহবুবুর রহমান। সভায় বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো. আরিফুল মন্ডল বিপিএম বার পিপিএম বার, স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম মন্ডল ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম। এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোছা. সামিমা সুলতানা, মোছা. দিলরুবা, আফরোজ জাহান, মো. শাহা আলম, মো. আককাছ আলী, এস এম আব্দুল মমিন,আবিদা সুলতানা, মোঃ মহসিন রেজা, মো. ফরিদ শেখ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি সিরাজগঞ্জ এর সভাপতি উদয় কুমার পাল, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি, আমিনুর ইসলাম ও জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।