সিরাজগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম(এনডিপি)র আয়োজনে এবং গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় আশা প্রজেক্টের আওতায় শিক্ষা বাজেট বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার, ৬ মার্চ, সকালে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হল রুমে আয়োজিত শিক্ষা সংলাপ আগামীর বাজেট অংশীজনের প্রত্যাশা বিষয়ক সভায় সভাপতিত্ব করেন এনডিপি এর নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান।
সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিরাজগঞ্জ গনপতি রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও সদর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) এস এম রাকিবুল হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম মন্ডল, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান, সিনিয়র সাংবাদিক, সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সভাপতি হেলাল আহমেদ ও কামারখন্দ উপজেলা শিক্ষা কর্মকর্তা সন্ধ্যা রাণী সাহা প্রমুখ।
শিক্ষা সংলাপের সঞ্চালক এনডিপি এর উপপরিচালক (এমএন্ডই) কাজী মাসুদুজ্জামান সভায় শিক্ষার বাজেট, মতবিনিময় সভার উদ্দ্যেশ্য, বাজেট কি, আয়ের উৎস, ব্যয়ের খাত, খাতওয়ারি বরাদ্দ বিভাজন (পরিচালনা বাজেট), শিক্ষা ও প্রযুক্তি খাতে প্রকৃত বরাদ্দ এবং শতকরা হার, শিক্ষা অধিকার অর্জনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার, শিক্ষা খাতে ২০২৫ পর্যন্ত অর্থায়ন চিত্র,বাজেট প্রণয়ন চক্র, পরবর্তী অর্থবছরের বাজেট প্রণয়নে শিক্ষাখাতে বিবেচ্য বিষয় সমূহ নিয়ে বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
এসময় মতামত তুলে ধরেন সিরাজগঞ্জ প্রতিদিন এর নির্বাহী সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগার এর সভাপতি মো. ইসমাইল হোসেন, পরিবর্তন এর উপপরিচালক প্রতিনিধি রুখসানা খাতুন রুপা, মল্লিকা মহিলা উন্নয়ণ সংস্থার নির্বাহী পরিচালক শিরিন ফেরদৌসি, কোনাবাড়ি সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, জ্ঞানদায়িনী হাই স্কুলের প্রধান শিক্ষক আইয়ুব আলী, চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কামারখন্দ মো. শফিকুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সদর মো. শাহ আলম প্রমুখ। শিক্ষা সংলাপে এছাড়াও উপস্থিত ছিলেন ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর উপ ব্যবস্থাপক (শিক্ষা ও প্রতিবন্ধীতা) শিপন চন্দ্র নাগ, জেলা প্রতিবন্ধী কার্যালয়ের কর্মকর্তা মুকুল হোসেন, দিপ সেতু প্রতিনিধি বাবু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও বেসরকারি সংগঠনের নেতৃবৃন্দ।